চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৬ পূর্বাহ্ণ

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন থেকে অন্তবর্তীকালীন সরকারকে আগামী ৭ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে চট্টগ্রাম জেলার সমন্বয়ক এম. আবুল ফয়েজ মামুন বলেন, বিগত সরকার ক্ষমতার সময়ে বারবার আশ্বাস দিয়েও লক্ষ বেকারদের দাবি পূরণ করেনি। তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আগামী ৭ দিনের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছি। বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আহাদ হোসেন সামি, মুহাম্মদ রুবেল রানা, ইভান আব্বাসি, রুবেল রানা, সালাউদ্দীন, শহীদ, ইউসুপ, রুনা লায়লা, জসিম, আরফাত, ফরহাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হতে হবে
পরবর্তী নিবন্ধজেএসডি চট্টগ্রামের মানববন্ধন