খাগড়াছড়িতে সকল মন্দিরে নিবিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
জেলার সকল মঠ–মন্দির ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সামপ্রদায়িক উস্কানির ফাঁদে পা দিবেন না। আপনাদের পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়ে সেজন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন তৎপর রয়েছে। প্রশাসনের পাশাপাশি আমাদের নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে নিরাপত্তা দিবে। কেউ যদি পূজা উদযাপনে বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চাকমা, জেলা সাধারণ সম্পাদক এমএন আফসার, জেলা বিএনপির নেতা মোশারফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার।

![Khagrachhari [Puja]](https://dainikazadi.net/wp-content/uploads/2024/10/Khagrachhari-Puja.jpg)










