মূল্য শব্দের অর্থ কী? দাম ও লেনদেন বুঝি! কত, কি, কেমন এ শব্দের অর্থে মূল্যকে মূল্যায়ন করা ভীষণ কঠিনতর। প্রতিটি জন্মগত শিশু মূল্য নিয়েই জন্মায়। মৃত্যু পর্যন্ত মানুষের মূল্য থাকে। কিন্তু এই মূল্য পেতে হলে মূল্যবান হতে হয়। মূল্যবান হতে হলে মূল্যায়ন করতে জানতে হয়। মূল্যায়ন কাকে করবেন, কখন করবেন এবং কোথায় করবেন? এর আগে আপনাকে জানতে হবে আপনি আপনাকে মূল্য দিচ্ছেন তো? আপনি মুল্যবান একজন সেটা ভাবছেন তো? আপনি অন্যকে মূল্যায়ন করতে জানেন তো? পরিবার থেকে মূল্যবোধের বীজ বপন করতে হয়। ছোটকে আদর, বড়দের শ্রদ্ধা পরিবার–পরিজনকে ভালোবাসতে জানা এগুলো পারিবারিক মূল্যবোধের অংশ। আপনি কার সাথে মিশবেন কাকে আপনার সহচর্যে রাখবেন তার অবশ্যই একটি মাপকাঠি থাকতে হবে। অন্যের মূল্যটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। এবং তাকে মূল্যায়িত করতে শিখে নিবেন। তাহলে মূল্যবোধের জায়গা অনেক শক্ত হবে। প্রতিটি মানুষ আগে তার মূল্য এবং অবস্থান সম্পর্কে সচেতন হবে। এরপর মূল্যবোধের জায়গাটা পাকাপোক্ত করে সামনে এগুতে হবে। তাহলে পরিবার থেকে জাতি জাতি থেকে জাতীয় বা দেশ মূল্যায়িত হবে মূল্যবোধ নিয়ে। সকলের সাথে মিথস্ক্রিয়া করতে পারা, সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ এসব গুণ অর্জনের মধ্যেই মূল্যবোধ তৈরি হয়। প্রতিটি শিশুকে তার মূল্যটা বোঝাতে শিখতে হবে। যাতে সে আত্মবিশ্বাসের সাথে মূল্যবোধের চর্চা করতে পারে। নিজেকে মূল্যায়িত করে অন্যের মূল্যায়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। ‘মূল্য দিতে শিখো, / মূল্যায়িত হবে জানো, / মূল্যবোধের জায়গাটাকে পাকাপোক্ত করে / বিশ্ববাসীর কাছে নিজের মুখটা তুলে ধরো।’