কর্ণফুলী মার্কেটে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

নগরীর কর্ণফুলী মার্কেটে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অভিযোগে ৬ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে; পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন সুলতানা আজাদীকে বলেন, বাজারটির ডিম, মুরগি, মুদি সামগ্রীর দোকানগুলোতে তদারকি করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্কও করা হয়েছে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত বাজার তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।

পূর্ববর্তী নিবন্ধজনগুরুত্বপূর্ণ সড়কের বরাদ্দের টাকায় বাগানের অভ্যন্তরীণ সড়ক সংস্কার!
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা