নগরীর লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম প্রকাশ মানিক (৩৯) নামের এক মোটর সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে গতকাল আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
জানা গেছে, রেজাউল করিম নামের এক ব্যক্তি মোটর সাইকেল বিক্রি করার জন্য কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে ক্রেতাকে গাড়িটি দেখাতে আসেন। পরে দুজনের মধ্যে দামও ঠিক হয় মোটরসাইকেলে উঠে ক্রেতা একটু পরীক্ষা করার কথা বলে এক টানে উধাও হয়ে যান। পরে রেজাউল করিম পুলিশের দ্বারস্থ হন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রেজাউল করিমের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়। পরে প্রতারককে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।