আনোয়ারায় শঙ্খ নদী থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের জেলেপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে শঙ্খ নদীর তীরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে গতকাল সকালে শঙ্খ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি।