দুর্দান্ত এক জয় দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর করেছে ফেবারিট দক্ষিণ আফ্রিকা। গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে প্রোটিয়া নারীরা। এক তরফা ম্যাচে দক্ষিন আফ্রিকা জিতেছে ১০ উইকেটে। টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ১৫ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। ১৮ রানে ফিরেন অপর ওপেনারও। এরপর তিন নম্বরে নামা স্টাফিনে টেইলর একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন। কিন্তু অপর প্রান্তে তাকে কেউই সঙ্গ দিতে পারেনি। ডেন্ড্রা ডটিন ১৩ এবং সেমাইনে ক্যাম্পেবেল ২১ বলে ১৭ রান করলে কিছুটা মান রক্ষা হয় ওয়েস্ট ইন্ডিজের। তারা যে শেষ পর্যন্ত ১১৮ রান করতে পেরেছে সেটা স্টাফিনে টেইলরের অপরাজিত ৪৪ রানের উপর ভর করে। ৪১ বলের ইনিংসে ২টি চার এবং একটি ছক্কা মেরেছেণ তিনি। শেষ দিতে ১৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাইদা জেমস। দক্ষিন আফ্রিকার পক্ষে ৪টি উইকেট নিয়েছেণ মালভা। ২টি উইকেট নিয়েছেন মারিজানে ক্যাপ।
১১৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিন আফ্রিকার দুই ওপেনারের সামনে মোটেও বাধা হয়ে দাড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। একেবারে নির্বিষ বোলিং ছিল ব্যারিবীয়দের। ব্যাটাররা যেমন ছিল ব্যর্থ তেমনি বোলাররা ছিল আরো ফ্লপ। দক্ষিন আফ্রিকার দুই ওপেনার লওরা ওলভার্ড এবং তাজমিন ব্রিটস একেবারে হেসে খেলে লক্ষ্যে পৌছে যায় ১৩ বল হাতে রেখে। দুই ওপেনারই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। লওরা ওলভার্ড ৫৫ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তিনি চার মেরেছেন ৭টি। আরেক ওপেনার তাজমিন ব্রিটস অপরাজিত আছেন ৫২ বলে ৫৭ রান করে। তিনি মেরেছেন ৬টি চার। তবে ম্যাচ সেরা হয়েছেন ননকুলুলেকু মালভা।