নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ড দীর্ঘদিন পর একসঙ্গে আসছে মঞ্চ মাতাতে। ‘ঢাকা রেট্রো’ শিরোনামে এই কনসার্টে গাইবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট। আগামী ১৮ অক্টোবর ঢাকার পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হবে এই কনসার্ট। খবর বিডিনিউজের।
‘ঢাকা রেট্রো’ র আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানের কো–ফাউন্ডার রাগিব ইয়াসার গ্লিটজকে বলেন, নব্বই দশকের এই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। কিন্তু অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। আমরা দর্শকদের নব্বই দশকের ঢাকার পপ ও মেলো রক মিউজিকের সেই দিনগুলোতে ফিরিয়ে নিতে এই আয়োজন করেছি। কনসার্টের থিমেটিক ডিজাইনও এমনভাবে করা হচ্ছে, যেন দর্শক কনসার্টে এসে একটা টাইম ট্র্যাভেলের অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারে। রাগিব বলেন, চলতি বছরের জুলাইয়ে আমরা ‘ঢাকা মেলানকোলি’ কনসার্টে যেমন সফলতা পেয়েছি, এবারের ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি দর্শকদের আরো ভালো অভিজ্ঞতা দেবে বলে আশা করছি। আগের ইভেন্টের মতই, এবারও থাকবে বিশেষ উপহারের ব্যবস্থা, সেটা আরও বড় পরিসরে। ইতোমধ্যে কনসার্টের টিকেট বিক্রিও শুরু হয়েছে। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে ‘ঢাকা রেট্রো’র টিকেট। ভিআইপি ক্যাটাগরিতে ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকায় মিলবে টিকেট। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।