সাইকেল ও পড়ার টেবিল পেল ছাত্ররা

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:৩০ পূর্বাহ্ণ

 

স্কুলমাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করে সাতকানিয়ার জে এম ফাউন্ডেশন। একটানা ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায়কারীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। জামাতে নামাজ আদায়ের এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে বাইসাইকেল ও পড়ার টেবিলসহ বিভিন্ন পুরস্কার। নামাজ আদায় করে পুরস্কার পেয়ে খুশি বিজয়ীরা। সাতকানিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের নাজির পাড়ার বাসিন্দা জে এম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হারুন সওদাগর ও মোহাম্মদ মামুন অভিনব এ উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্ররা এ প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল শুক্রবার বিকালে ছৈয়দাবাদ দুদু ফকির আলিম মাদ্রাসা মাঠে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফ্‌ফর আহমদ চৌধুরী। জেএম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হারুন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুখতার আহমদ চৌধুরী, মোহাম্মদ হোসাইন, অধ্যক্ষ মাওলানা আবদুর রশিদ আল কাদেরী ও এনামুল হক মানিক। মাস্টার আবুল বশর ও মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. জামাল হোসেন, মিজান সোবাহান, মোহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ জাহাঙ্গীর আলম। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ১২ জনকে বাইসাইকেল, ২৪ জনকে পড়ার টেবিল, ২০ জনকে স্কুল ব্যাগ ও ১১০ জনকে পাঞ্জাবি প্রদান করা হয়। জেএম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হারুন সওদাগর জানান, মূলত ধর্মীয় ও সেবামূলক কাজের জন্য জেএম ফাউন্ডেশন করেছি। মুসলিমদের জন্য নামাজের কোনো বিকল্প নাই। স্কুল ও মাদ্রাসার ছাত্রদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে একটানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে যথা সময়ে পুরস্কার তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। আগামীতেও এ ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশীতকালীন সবজি আগাম বাজারে আনতে ব্যস্ত সীতাকুণ্ডের চাষিরা
পরবর্তী নিবন্ধ৪টি জেনারেটরে উৎপাদন হচ্ছে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ