কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলে চার ঘন্টার ব্যবধানে একই স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিয়ন্ত্রণহীন বরফবাহী ট্রাক ও প্রাইভেটকারের ধাক্কা লেগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ড।
শুক্রবার (০৪ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতর পৃথক এ তিনটি দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে তিন গাড়ি চালক আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বরফবাহী একটি ট্রাক চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা বিচের দিকে যাচ্ছিলেন। তখন টানেলে ভেতর ট্রাকটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে ট্রাকের ভেতর থাকা বরফগুলো ছড়িয়ে-ছিটিয়ে যায়। এ সময় টানেলের দায়িত্বে থাকা কর্মীরা ট্রাকটি নিরাপদ স্থানে সরিয়ে নেন।
পরে ৮টার দিকে একই স্থানে বরফের পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে টানেল ওয়ালে সঙ্গে ধাক্কা লাগে। পরে আবারও রাত সাড়ে ৯টার দিকে একই স্থানে আরও একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ডের কিছুটা ক্ষয়ক্ষতি হয় এবং ট্রাক ও প্রাইভেটকার দুইটি দুমড়ে মুচড়ে যায়।
এছাড়াও, ট্রাক ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, টানেলে রাতে চার ঘন্টার ব্যবধানে তিনটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাক ও প্রাইভেটকার দুইটি জব্দ করেন।