একযোগে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়ক। পদত্যাগের দুটি কারণ উল্লেখ করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের কমন রুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এ সময় পদত্যাগের কারণ হিসেবে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কতিপয় সমন্বয়কের’ বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তি প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের চেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি দলের মতো আচরণ ও ‘গণঅভ্যুত্থানের’ স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে বলে উল্লেখ করেছেন। খবর বিডিনিউজের।
পদত্যাগ করা সমন্বয়করা হলেন– আব্দুর রশীদ জিতু, রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ, হাসিব জামান, জাহিদুল ইসলাম ইমন, জাহিদুল ইসলাম, ফাহমিদা ফাইজা, রোকাইয়া জান্নাত ঝলক, মিশু খাতুন, রাফিদ হাসান রাজন, হাসানুর রহমান সুমন, আব্দুল হাই স্বপন, নাসিম আল তারিক এবং ঐন্দ্রিলা মজুমদার অর্না। সহসমন্বয়করা হলেন– জিয়া উদ্দিন আয়ান, তানজিম আহমেদ, জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাইদুল ইসলাম।