চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র–পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দরা গত ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন। ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর রোববার থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে নেতৃবৃন্দরা হুশিঁয়ারি উচ্চারণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।