সিঙ্গাপুরে প্রভাবশালী সাবেক মন্ত্রী সুব্রামানিয়াম ইসওয়ারানকে দুর্নীতির অভিযোগে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬২ বছর বয়সী এই নেতা নগররাষ্ট্রটির পরিবহনমন্ত্রী ছিলেন। ইসওয়ারান মন্ত্রী পদে থাকাকালীন ৪ লাখ ৩ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলার) মূল্যের উপহার গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হন।
তার প্রাপ্ত উপহারের মধ্যে ফর্মুলা ১ গ্র্যান্ড প্রিঙের টিকিট, একটি বিলাসবহুল বাইসাইকেল, মদ এবং ব্যক্তিগত প্লেনে ভ্রমণ অন্তর্ভুক্ত ছিল। এর বেশিরভাগ উপহারই তিনি প্রভাবশালী ধনী ব্যবসায়ী ওং বেং সেনের কাছ থেকে পেয়েছিলেন। ওং বেং সেনের বিরুদ্ধেও বর্তমানে তদন্ত চলছে।
মামলার রায় প্রসঙ্গে সিঙ্গাপুরের উচ্চ আদালতের বিচারপতি ভিনসেন্ট হুং বলেন, ইসওয়ারান তার ক্ষমতার অপব্যবহার করেছেন, যা জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার অবনতি ঘটিয়েছে।
আদালত আরও জানান, ইসওয়ারান প্রথমে অভিযোগগুলো প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। এই মনোভাবকে তার মধ্যে অনুশোচনার অভাবের প্রতিফলন বলে উল্লেখ করেছেন বিচারপতি। আগামী ৭ অক্টোবর কারাগারে প্রবেশ করতে হবে ইসওয়ারানকে।