হালিশহর রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহেষ খাল দ্রুত সংস্কার করা হোক

| শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহর রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহেষ খাল দ্রুত সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে। ইতোপূর্বে বিদ্যালয়ের দুইটি ভবনে খালের কিছু অংশ থাকায় তিন তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন পুরোটা ভেঙে ফেলা হয়েছে। যে ভবনের পুরোটা চলতো শ্রেণি কার্যক্রম। অনুরূপ অপর ভবনের আংশিক ভেঙে ফেলা হয়েছে। এমনিতে অত্র বিদ্যালয়ে ভবন ছিল মাত্র দুটি। একাডেমিক ভবন পুরোটা ভেঙে ফেলায় পাঠদান কার্যক্রম সুচারুভাবে চালাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। খাল সংস্কার না হওয়া পর্যন্ত ভবন নির্মাণ কাজ শুরু যাচ্ছে না। খাল সংস্কারের আগে ভবন নির্মাণ করলে তাতে ঝুঁকি থেকে যাবে। খাল সংস্কারের সময় বিদ্যালয় ভবন হেলে কিংবা দাবিয়ে পড়তে পারে। ইতোপূর্বে এধরনের কাজ করতে গিয়ে খাল সংলগ্ন অনেক ভবন হেলে পড়েছে।

বিদ্যালয় যেহেতু বৃহৎ জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সুতরাং বিদ্যালয় যাতে এধরনের ক্ষতির সম্মুখিন না হয় সে দিকে লক্ষ্য রেখে খাল সংস্কারে কর্তৃপক্ষ অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যালয় সীমানা বরাবর সংস্কার কাজ সহসাই শুরু করা উচিত। বিষয়টি আন্তরিক ও গুরুত্বের সাথে বিবেচনা করতে খাল সংস্কার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ মনছুর

হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাশিম : অখণ্ড স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধআমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি: ফারুকী