পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠিত হয়েছে। গত বুধবার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী এ তথ্য জানান। কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনীকে আহবায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়। এর আগে পত্রের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমটি গঠন করার রূপরেখা জারী করে। উক্ত রূপরেখা অনুযায়ী নির্ধারিত ছক মোতাবেক উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমটি গঠন করা হলো। এ্যাডহক কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন, সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি হিসেবে নাছির উদ্দিন, শাহজাহান চৌধুরী, সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী হিসেবে ক্রীড়া সংগঠক মিশকাত আহাম্মদ, ক্রীড়া সাংবাদিক হিসেবে মু. শফিউল আজম, ক্রীড়া সম্পৃক্ত ছাত্র প্রতিনিধি হিসেবে শেখ আবদুল্লাহ্ আল মারুফকে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দিয়ে এ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল।