ডেঙ্গু আক্রান্ত হয়ে মহেশখালীর সন্তান সেনা কর্মকর্তা লে. কর্নেল থিনহ্লাউয়ের স্ত্রী চিংচিংপ্রু (৩৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিংচিংপ্রু মহেশখালীর বড় রাখাইন পাড়ার বৌদ্ধ বিহারের সভাপতি মংরিপ্রুর কনিষ্ঠ কন্যা ও বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মংহ্লা চিং মং এর জ্যেষ্ঠ পুত্রবধূ।
মৃতের পিতা মংরিপ্রু জানান, তার জামাতা সেনা কর্মকর্তা লে. কর্নেল থিনহ্লাউ সিলেটে কর্মরত ছিলেন। বেশ কয়েকদিন পূর্বে তাকে বগুড়ায় বদলি করা হলে নতুন কর্মস্থলে যোগ দেন। তার ১০ বছর ও আড়াই বছর বয়সের দুটি কন্যা সন্তান রয়েছে। সেখানে গিয়ে মেয়ে চিংচিংপ্রু নিউমোনিয়া জনিত অসুস্থতা নিয়ে বগুড়া হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। ঢাকা সিএমএইচেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পারিবারিকভাবে জরুরি ভিত্তিতে থাইল্যান্ড নিয়ে যাওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। আজ (৪ অক্টোবর) তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঢাকার সিএমএইচে সে মারা যায়।
আগামীকাল শনিবার মহেশখালীর বড় রাখাইনপাড়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।