বিশুদ্ধ খাবারের অঙ্গীকার নিয়ে বনফুল সদরঘাট শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বনফুল সদরঘাট শাখার উদ্বোধন করেন বনফুল এন্ড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এজিএম মোহাম্মদ আলাউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন বনফুল সদরঘাট শাখার পরিচালক শাহাব উদ্দীন (শামীম), রুভেল দে, উত্তম বিশ্বাস সিআইপি, অঞ্জন দাশ, মুজিবুর রহমান, মিহির দে, দিদার হোসেন, আরমান হোসেন টিপু, এমদারুল ইসলাম, মো. মারুফ, নুরহান উদ্দিন, পরিমল সরকার, সাজ্জাদ হোসেন, সহদেব দে প্রমুখ। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, গুণগত মান–সম্পন্ন খাদ্য নিয়ে প্রতিটি জনপদে গ্রাহক ও ভোক্তার চাহিদা অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছে এই কোম্পানি। খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহে বনফুল একটি বিশ্বস্ত ব্র্যান্ডের নাম। প্রেস বিজ্ঞপ্তি।