পটিয়ায় সিঁড়ি ঘরের তালা ভেঙে ভবনে চুরি

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ at ৪:৪৬ পূর্বাহ্ণ

পটিয়ায় তিন তলা ভবনের সিঁড়ি ঘরের তালা ভেঙে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বুধপুরা এলাকায় প্রফেসর হেলাল উদ্দীনের বাড়ির মোহাম্মদ কাদেরের ঘরে বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী মো. কাদের হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

দুর্ধর্ষ এ চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্র ঘরের বিভিন্ন তালা ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, শাড়িকাপড়, ৬টি বিদেশি লেপ, ওভেন, ব্লেন্ডার, ফ্ল্যাক্স, ডিনার সেট সামগ্রী, গ্যাস সিলিন্ডারসহ প্রায় ১০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়।

এ ঘটনায় বাড়ির মালিক মো. কাদের হোসেন জানান, বিগত পাঁচ বছর ধরে আমরা সপরিবারে নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকি। এ ঘরে কেউ ছিল না। আমরা সাধারণত প্রতি সপ্তাহে বাড়িতে আসি। বৃহস্পতিবার দুপুরে আমাদের পার্শ্ববর্তী বিল্ডিংয়ের এক মহিলা ছাদে কাপড় শুকাতে উঠে দেখতে পায় আমাদের বিল্ডিংয়ের ছাদের দরজা খোলা। তখন আমাদের ফোন দিলে আমরা বাড়িতে এসে দেখি বিল্ডিংয়ের ছাদের দরজা ও সামনের দরজার তালা ভাঙা। ধারণা করা হচ্ছে, চোর চক্র প্রথমে ছাদের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র ছাদ দিয়ে বের করতে অসুবিধা হওয়ায় সামনের তালা ভেঙে তারা বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরো জানান, গত দুইতিন মাস ধরে এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও চুরি আতংক বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার এসআই উপন বড়ুয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবো।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসেপটিক ট্যাংকে পড়ে শিশুর করুণ মৃত্যু