ইউরোপে ঘুরতে গিয়ে মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ। বুধবার সুইজারল্যান্ডের একটি হোটেলে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। খিলখিল কাজী বলেন, অনির্বাণ তার স্ত্রীকে নিয়ে কিছুদিন আগেই ইউরোপে ঘুরতে গিয়েছিল। বুধবার তারা সুইজারল্যান্ডে যায়।
সেখানে হোটেল কক্ষে প্রবেশ করার পর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে সেখানেই মারা যান। খবর বিডিনিউজের। কাজী অনির্বাণকে কলকাতায় সমাহিত করা হবে জানান খিলখিল কাজী। অনির্বাণের বাবা অনিরুদ্ধ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি কাজী নজরুল জীবিত থাকতেই মারা যান।