এনসিসি ব্যাংকের রিলেশনশীপ ম্যানেজারদের এক সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব স্ট্রেটেজি এন্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক এবং মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুনসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ এবং ৩০টি করপোরেট শাখার ব্যবস্থাপক ও রিলেশনশীপ ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন ব্যবসার দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির উপর গুরুত্বআরোপ করেন এবং রিলেশনশীপ ম্যানেজারদের সবুজ অর্থায়নে অগ্রাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনাময় ব্যবসায় অর্থায়নের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।