বন্দর থানা জামায়াত, শ্রমিক ও ছাত্রদের যৌথ দায়িত্বশীল সভা

| বৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ at ৫:১২ পূর্বাহ্ণ

৩৭ নম্বর ওয়ার্ড বন্দর থানা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, শ্রমিক সংঘের যৌথ দায়িত্বশীল সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।

বন্দর কলেজ ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

প্রধান অতিথি বলেন, মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দলধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। ছাত্রশ্রমিকজনতা ঐক্যবদ্ধ হয়ে দেশে নতুন সে সূর্যোদয় ঘটিয়েছে তা আর অস্তমিত হতে দেয়া যাবে না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বন্দর থানা জামায়াতের আমীর মাহমুদুল আলম, সেক্রেটারি ইকবাল শরিফ, কর্মপরিষদ সদস্য শফিউল আলম, শ্রমিক কল্যাণ বন্দর থানার সভাপতি আবু তালেব, শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, ছাত্রশিবির সভাপতি ইমাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাউখালীতে ৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র
পরবর্তী নিবন্ধচবি জাদুঘর অটোমেশন ও ওয়েবসাইট ডিজাইনের কাজ শুরু