ইউএসটিসি রিসার্চ সেলের গবেষণা অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা

| বৃহস্পতিবার , ৩ অক্টোবর, ২০২৪ at ৫:০৪ পূর্বাহ্ণ

ইউএসটিসির রিসার্চ সেল (ইউআরসি) এর আওতায় কল ৪এর অধীনে মঞ্জুরকৃত ১৩টি সেরা গবেষণা প্রস্তাবের অগ্রগতি পর্যালোচনা গত ১ অক্টোবর অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ডিসেম্বরে গবেষণা অনুদানপ্রাপ্ত এই প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে একটি বিশেষ বৈঠক আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. সোলায়মান। উপস্থিত ছিলেন ড. মো. মনিরুল ইসলাম এবং গবেষণা নির্বাহী সরোয়ার মোর্শেদ শাওন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. গোলাম রবিউল আলম। ১৩টি গবেষণা প্রকল্পের মধ্যে ৮ জন গবেষক তাদের প্রকল্পের অগ্রগতি ইউআরসি কমিটির সামনে উপস্থাপন করেন। এই পর্যালোচনা সভাটি ইউএসটিসির বর্তমান গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।

গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে ইউএসটিসি তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হচ্ছে এবং এই ধরনের সভাগুলো গবেষণা কার্যক্রমকে আরও উৎসাহিত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গড়ে তুলতে অ্যালামনাইদের সহযোগিতা জরুরি
পরবর্তী নিবন্ধঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের