বহমান দিনরাত্রি ঘর–দোর ঠিকঠাক সব
ঘটে চরম ক্ষতি
সৃষ্টি–লগ্ন থেকে ভাঙ্গা–গড়ার দুনিয়ায়
একূল ভাঙে ওকূল ভরে
নাব্যতা সরিয়ে দিয়ে প্রকৃতিই গড়ে দেয়
নব নব সভ্যতা।
মানবকূলে নিদারুণ বাস্তবতা।
মনুষ্য সৃষ্ট শোষণের ভার
শাসনে অসাড়!
মা মাটি দেশ–
নরম কোমল মায়েদের কথা বলছি।
প্রকৃতির কারিগর হে পৃথিবী!
ফিরিয়ে দাও প্রাণের জ্যোতি
বিভীষণের জঞ্জাল–কণায়
জলরাশির ফেনিল লাল সাগরে
মৃতপ্রায় মা–তিমি মাছের মতন
ভাসতে ভাসতে তীরে বালুচরে।
ভয় নেই,
উৎকৃষ্ট কিছু নির্মাণ হোক্।
রক্তের কুণ্ডলীতে গড়া নাড়ি ছেঁড়া গর্ভের ধন
রক্তের চড়া মূল্য দিয়েছে এই অকালে
প্রযুক্তি যুগের কালে
ক্ষতি পুষিয়ে যাবে তো?