একদিন নিঃশব্দে হেঁটে চলে যাবো কোন এক দূর পাহাড়ের দেশে
আমার সাথী হবে আকাশের মুক্ত পাখি, ঝিরিঝিরি হাওয়া,
তুলো মেঘের ভেলায় করে আমি আরোহনে হারাবো মন,
শাপলা শালুকের মাঝখানে ভেসে বেড়াবো স্বপ্নের তরী বেয়ে
বকের সারিদের মাঝখানে কচুরিপানার ফুল কুড়াবো সেদিন
আকাশে ওড়াবো নীল সাদা ঘুড়ি, নাটাই হবে স্বর্ণলতার সারি,
সেদিন আমি সাজবো বনফুলে, পাহাড়ি কন্যার বেশে।
ভোরের হিমহিম ঠাণ্ডায় জবুথবু হয়ে দেখবো আকাশ ভারি,
গরম ধোঁয়া ওঠা এক কাপ চা হাতে নিয়ে জড়াবো পাহাড়ি চাদর,
সেদিন আমি গাইবো আবারও, জারি সারি ভাটিয়ারী,
নদীর বুকে সাম্পানে চড়ে মন ভরে দেখবো কর্ণফুলী
হাসনাহেনার সুবাস মাখা জোছনার আলোয় দেখবো জোনাক সারি সারি।
একদিন লালিত সকল ইচ্ছেদের নিয়ে দিবো সমুদ্র পাড়ি।
মনের সিন্দুকে রাখা যতো অমূল্য স্মৃতি, করবো আবারও বাড়াবাড়ি।
একদিন আমার সঙ্গী হবে পাতাঝড়া শীতের সকালের মিষ্টি কোন রোদ্দুর।