গেলো আগস্টে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে বিগত ৪০ দিন ধরে ডুবে আছে সিম্বল অব রাঙামাটি খ্যাত রাঙামাটির ঝুলন্ত সেতুটি। এতে করে রাঙামাটিতে আসা পর্যটক ও স্থানীয়রা সেতুটিতে প্রবেশ করতে পারছেন না। একই সঙ্গে সেতুর পাটাতন হ্রদের পানিতে তলিয়ে থাকায় প্রবেশ টিকেট বিক্রয় বন্ধ রেখেছে পর্যটন করপোরেশন। টিকেট বিক্রয় বন্ধ থাকায় ক্ষতির মুখে প্রতিষ্ঠানটি।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা দৈনিক আজাদীকে বলেন, গত ২৩ আগস্ট রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে তলিয়ে যায়। ওইদিন সকাল থেকেই আমরা সেতুতে প্রবেশের টিকেট বিক্রি বন্ধ রেখেছি। বিগত ৪০ দিন ধরে সেতুর পাটাতন থেকে হ্রদের পানি নামেনি। কিছু পানি নামলেও বৃষ্টির কারণে আবার বেড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিদিন গড়ে স্থানীয় ও পর্যটকরা মিলে ১ হাজার মানুষ সেতুতে টিকেট কেটে প্রবেশ করতেন। প্রতি টিকেটের মূল্য ২০ টাকা। ৪০ দিন ধরে প্রবেশ টিকেট বিক্রি বন্ধ থাকায় আমরা ক্ষতির মুখে পড়েছি। এছাড়া রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এখানে তেমন পর্যটক আসছেন না। যে কারণে মোটেলে পর্যটকও নেই। যারা আসছেন, তাদের বিভিন্ন অফিসিয়াল কাজেই আসা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০ টাকা করে টিকেট বিক্রি করলে প্রতিদিন গড়ে ২০ হাজার টাকার টিকেট বিক্রি হয়।
আনুমানিক হিসাবে বিগত ৪০ দিনে ৮ লাখ টাকা ব্যবসায়িক ক্ষতির মুখে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেঙ।