নগরের কাতালগঞ্জ এলাকায় গ্যাস লাইনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের পাশে গ্যাস লাইনে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার বলেন, আটটার দিকে ইবনে সিনা হাসপাতালের পাশের একটি ভবনের গ্যাস লাইনে আগুন লাগে। ঘটনাস্থলে আমাদের একটি টিম গিয়ে গ্যাসের লাইন বন্ধ করে দিলে আগুন নিভে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।