তাজুশ শরীআহ্‌ দরসে নিযামী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

| বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুর বিবিরহাটস্থ তাজুশ শরীআহ্‌ দরসে নিযামী মাদ্রাসায় গত রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সীরাত পাঠের আসরএর লিখিত ও বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী এবং ছানাবিয়্যাহ্‌আম্মাহ্‌ (মাধ্যমিক)’ ২০২৪এর শেষ পর্বের শিক্ষার্থীদের সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন রেযভী (মু.জি..)

মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্‌ আল মাসুম আলকাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ খাইরুল্লাহ্‌। প্রধান অতিথি ছিলেন আন্‌জুমানে রযভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হাফেয মাওলানা ওসমান গণি, মিজানুস সালাম রিসার্চ সেন্টারের ডিরেক্টর ড. সাইফুল ইসলাম আলআযহারী, উপাধ্যক্ষ কাজী মাওলানা বেলাল উদ্দীন আলকাদেরী, মাওলানা বোরহান উদ্দীন আলকাদেরী, মাওলানা ইউসূফ আলকাদেরী ও মাওলানা ইব্রাহিম খলীল ওয়াজেদি প্রমুখ। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার হারানো সেই গৌরবকে ফিরিয়ে আনতে দরসে নিযামী মাদ্রাসার বিকল্প নেই। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেয সাজ্জাদুল ইসলাম মাদানী, আরবী প্রভাষক মাওলানা ফখরুদ্দীন রেফায়ী, মাওলানা ক্বারী জাবের আহমদ রযভী, প্রফেসর জাহাঙ্গীর কবির, মাওলানা এনামুল হক সাকিব, মাওলানা ইসমাঈল রেযা, ইংরেজি শিক্ষক এইছ এম ফারুকুল ইসলাম, গণিত শিক্ষক ইমরান হাবীব, বাংলা শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, মাওলানা মুহাম্মদ তওফীক্ব ইলাহি কাদেরী ও মাওলানা আহমদ রেযা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধহাদিসের যথার্থ চর্চা ও মাহাত্ম্য অনুধাবন করা গেলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব