নগরীর প্রবর্তক এলাকার শেভরন বিশেষায়িত হাসপাতালের দ্বিতীয় ও ষষ্ঠ তলায় থাকা দুটি ফার্মেসির দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ। অভিযানে দেখা যায়, হাসপাতালের দ্বিতীয় তলার মেসার্স শেভরন ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ওষুধগুলো মেয়াদ আছে এমন ওষুধের সাথে একই প্যাকেটে সংরক্ষণ করেছে। তাই ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে মূল্য বেশি নেয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একই ফামের্সিকে আরো ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ষষ্ট তলায় থাকা ফার্মেসিতে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এর মধ্যে কাঁশি, এন্টিবায়েটিক ও ডায়াবেটিকের ওষুধও রয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো মেয়াদ আছে এমন ওষুধের একই প্যাকেটে সংরক্ষণ করে। ফলে ফার্মেসিটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ আর না করে সেজন্য সতর্ক করা হয়।