চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় হলে ১৬টি রামদা, ৭টি হেলমেট এবং মদের বোতলসহ অসংখ্য রড–স্টাম্প পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চবির সহকারী প্রক্টর মো. নুরুল হামিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, সোমবারের মত মঙ্গলবারও (গতকাল) আমরা হলে তল্লাশি অভিযান পরিচালনা করেছি। এ সময় ধারালো দেশীয় অস্ত্র, হেলমেট, মদের বোতল এবং রড–স্টাম্প উদ্ধার করা হয়। আমরা আগামীকালও (আজ) বাকি হলগুলোতে তল্লাশি করবো।
এর আগে গত সোমবার চবির আব্দুর রব হল ও শাহজালাল হলে তল্লাশি অভিযান চালিয়েছে প্রক্টরিয়াল বডি। এ সময় দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে প্রশাসন। আবাসিক হলে তল্লাশি অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন প্রক্টর।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩ অক্টোবর আসন বরাদ্দ দেয়া হবে এবং ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।