হাটহাজারীতে বজ্রপাতে বাবুল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার উত্তর মোহাম্মদপুর ৯ নং ওযার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার দিন সকাল থেকে ওই ওয়ার্ডের আলাউদ্দীনের কৃষি জমিতে কাজ করছিলেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার জয়শ্রী গ্রামের মৃত পরশ আলীর পুত্র এক ছেলে ও দুই কন্যা সন্তানের পিতা বাবুল মিয়া ও তার ভায়রা ভাই এমদাদ। দুপুরের দিকে সিএনজি চালক আলাউদ্দীনের বাড়িতে খাবার খেয়ে পুনরায় জমিতে কাজে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই প্রান হারান বাবুল মিয়া।
স্থানীয় যুবক আসাদুজ্জামান রিপন জানান, নিহত ঘটনার সময় নিহতের সাথে তার ভায়রা ভাই এমদাদ। তিনি বলেছেন দুপুরে ভাত খেয়ে একসাথে জমিতে কাজ করতে যাওয়ার সময় বাবুল আমার ১০০ ফুটের মতো পেছনে ছিলো। এসময় বিকট শব্দে বাজ পড়লে তিনি বসে পড়েন। পরে পেছনে ফিরে দেখেন বাবুল পড়ে আছে।
জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক হাসান মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে জানান, বর্তমানে আমি ঘটনাস্থলে আছি, নিহতের স্বজনরা এসেছেন। যেহেতু বাজ পড়ে তিনি নিহত হয়েছেন সেহেতু তাদের কোনো অভিযোগ নেই। তাই প্রয়োজনীয় কাজ সেরে আমরা স্বজনদের হাতে লাশ বুঝিয়ে দিয়েছি। তারা গ্রামের বাড়িতে নিয়ে লাশ দাফন করবেন বলেও জানান তিনি।