বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কর্ণফুলীতে এলাকাবাসীর সাথে আলোচনা সভা করেছে শিকলবাহা ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ। গত শনিবার বিকালে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলায়মান দোভাষীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মো. শওকত আলী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবালের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবু তাহের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আমিরী, আব্দুর রউফ, বিএনপি নেতা জয়নাল আবেদীন আজাদ, সেলিম ইমরান, সাহাবউদ্দিন, মনছুর উদ্দিন, রুহুল আমীন, জহুরুল আলম, শাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম শফিউল করিম শফি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর, মহিলা নেত্রী উম্মে মিরজান শামীম, মো. ইলিয়াস, মো. সোলাইমান, মো. মোজাম্মেল হক, মো. ফরহাদ হোসেন, যুবদল নেতা সামিমুর রহমান ফয়সাল, মো. আমজাদ, আব্দুল মজিদ প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, রাষ্ট্র কাটামো মেরামতে যে ৩১ দফা তারেক রহমান ঘোষণা করেছে তা শুধু বিএনপি কিংবা নির্দিষ্ট কোন সংগঠন বা দলের জন্য নয়। এই ৩১ দফা আগামীর নতুন বাংলাদেশকে মেরামত করতে তারেক রহমানের এই ঘোষণা। আমরা যদি তা বাস্তবায়ন করতে পারি তাহলে এর ফল ভোগ করতে পারবে বাংলাদেশের জনগণ।