রাউজান সরকারি কলেজে শিক্ষক পরিষদ গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি পুনঃর্গঠনের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিম নাওয়াজ চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত কমিটির কার্যপর্যালোচলা শেষে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন সভাপতি। উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে ০৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে পদাধিকার বলে অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরীকে সভাপতি ও প্রাণীবিজ্ঞান বিষয়ের প্রভাষক শওকত উদ্দিন ইবনে হোসেনকে সাধারণ সম্পাদক, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জহুরুল আলম জীবনকে যুগ্ম সম্পাদক, রসায়ন বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো: তসলিম উদ্দিনকে কোষাধ্যক্ষ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, গণিত বিষয়ের প্রভাষক ড. সবুজ দাশ, আইসিটি বিষয়ের প্রভাষক এস,এম, হাবিব উল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের মোঃ আতিক উল্লাহ চৌধুরী ও নিশাত রাজিয়া, অর্থনীতি বিভাগের তাসনিম সুলতানা নির্বাহী সদস্য মনোনিত হন। সভা শেষে নব গঠিত শিক্ষক পরিষদকে অনুমোদন ও ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিম নাওয়াজ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।