বিদেশের মাটিতে ফ্রাঞ্জাইজি ক্রিকেটে বাংলাদেশের কোন দল ইতিহাস সৃষ্টি করেছে। আর সে দলটির নাম বাংলা টাইগার্স। বাংলাদেশের দল নয়, মূলত এটি চট্টগ্রামেরই দল। চট্টগ্রামের ক্রিকেট পাগল সংগঠক ইয়াছিন চৌধুরী বাংলা টাইগার্স দল গঠন করে বিশ্ব ব্যাপি বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন। আবুধাবী টি–টেন লিগ, কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগ, লংকান টি–টেন লিগ, ক্যারিবীয়ান টি–টেন লিগ এবং জিম–আফ্রো টি–টেন লিগে খেলছে বাংলা টাইগার্স। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত জিম–আফ্রো টি–টেন লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলা টাইগার্স। গত রোববার রাতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কেপটাউন সেম্প আর্মিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৫ রানে পরাজিত করে প্রথমবারের মত শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলা টাইগার্স। দলটির ওনার ইয়াছিন চৌধুরী, সিইও জাফির ইয়াছিন চৌধুরীসহ দলের খেলোয়াড় কর্মকর্তারা দলের এই সাফল্যে যেন আনন্দে আত্মহারা। দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ফাইনালে শেষ ওভারে দারুণ বল করে দলকে জেতান তিনাশে মুসাওয়া। শেষ ওভারে কেপটাউন সেম্প আর্মির জয়ের জন্য দরকার ছিল ২১ রানের। তিনাশে মুসাওয়ার করা শেষ ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা মেরে বাংলা টাইগার্স শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন জ্যাক টেইলর। কিন্তু তৃতীয় বলে এক রান নিয়ে টেইলর দিক পরিবর্তন করতেই যেন মোড় ঘুরে যায় ম্যাচের। পরের বলটি ডট করলেন ডেভিড মালাম। পঞ্চম বলে নিতে পারলেন মাত্র এক রান। শেষ বলে জ্যাক টেইলর এক রান নিতে পারলে প্রথমবারের মত শিরোপা জয়ের বাধ ভাঙ্গা উল্লাসে মাতে বাংলা টাইগার্স খেলোয়াড় কর্মকর্তারা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমেছিল বাংলা টাইগার্স। দুই ওপেনার কুশল পেরেরা এবং মোহাম্মদ শাহজাদ ৫৯ রান করে বিচ্ছিন্ন হন। ১১ বলে ৩৩ রান করে ফিরেন পেরেরা। দুই আফগান শাহজাদ এবং হজরতুল্লাহ জাজাই মিলে যোগ করেন ৩৮ রান। ১১ বলে ১৯ রান করে ফিরেন জাজাই। ৬ রান পর ফিরেন আরেক ওপেনার শাহজাদ। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৪ রান। এরপর বাকি কেউ বড় ইনিংস খেলতে না পারলেও নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স। কেপটাউন সেম্প আর্মির পক্ষে নিকোলসন গর্ডণ নিয়েছেন ২টি উইকেট। ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুন শুরু করে কেপটাউন সেম্প আর্মির দুই ওপেনার ব্রায়ান বানেট এবং ডেভিড মালাম। দুজন মিলে দুজন মিলে ৩৮ বলে ৮৩ রান তুলে নেন উদ্বোধনী জুটিতে। ২১ বলে ৩৬ রান করা বানেটকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন মিলনে। একবল পর রোহান মোস্তাফাকে ফেরান মিলনে। এরপর জ্যাক টেইলরকে নিয়ে দুর্দান্ত গতিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ডেভিড মালান। এক পর্যায়ে জয়ের একেবারে কাছেও চলে গিয়েছিলেন দুজন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৫ রানে হেরে বিদায় নিতে হয়েছে কেপটাউন আর্মিকে। ১২৪ রানে থামে কেপটাউনের ইনিংস। ২৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন মালান। আর ৯ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন জ্যাক টেইলর। জিম–আফ্রো টি–টেন লিগের শিরোপা জয়ের পর বাংলা টাইগার্সের ওনার ইয়াছিন চৌধুরী জানান সামনে আরো দুটি টুর্নামেন্ট রয়েছে। সে দুটি ট্রফিও জিততে চায় তার দল। আবুধাবী টি–টেন লিগের পর লংকান টি–টেন লিগ রয়েছে। এদুটি ট্রফি জয়ের লক্ষ্যেই তাদের প্রস্তুতি চলবে বলে জানিয়েছেন ইয়াছিন চৌধুরী।