সাকিবের বিদায় নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

কানপুরে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকে। ভারতেই সাকিবের শেষ কি না এবার তা নিয়ে কথা বললেন ধারাভাষ্যে থাকা তামিম ইকবালও। গতকাল সোমবার কানপুর টেস্টের চতুর্থ দিনে ভারতের প্রথম ইনিংসে সাকিব আক্রমণে আসতেই ধারাভাষ্যকক্ষে থাকা তামিম ইকবালকে প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়। সতীর্থ এক ধারাভাষ্যকার জানতে চান, এটাই সাকিবের শেষ টেস্ট কি না। জবাবে তামিম বলেন, ‘হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট।’ এসময় সাকিবের প্রশংসা করে তামিম বলেন, ‘অসাধারণ খেলোয়াড় সে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের বড় দূত সে। দেশে বা দেশের বাইরে টেস্ট, ওয়ানডে কিংবা টিটোয়েন্টি সব ফরম্যাটেই দারুণ সব কীর্তি আছে তার।’ ধারণা করা হচ্ছে, চলতি কানপুর টেস্টই সাকিবের বিদায়ী টেস্ট হতে পারে। এমন আভাস সাকিবও দিয়ে রেখেছিলেন অবসর ঘোষণার সময়। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো প্রসঙ্গে সাকিব বলছিলেন, ‘আমার কাছে দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই করতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।’

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ