খেলা

ডি. কে. বড়ুয়া

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

খেলছে খেলা খোকাখুকি

কর্ণফুলীর পাড়ে

একে একে সবাই এলো

কেউ ছিল না ঘরে।

কেউ খেলছে লুকোচুরি

কেউবা কানামাছি

ছোট্ট ছোট্ট সোনামণি

করছে নাচানাচি।

মেলা থেকে আমার বাবা

এনে দিল ঘুড়ি

নাটাই সুতা লাগিয়ে দিল

ঘুড়ি গেল উড়ি।

ঘুড়ি ঘুড়ি কাটাকাটি

হচ্ছে খেলা বেশ

আমার ঘুড়ি পড়লো কাটা

খেলা হলো শেষ।

কেউবা পুতুল দিচ্ছে বিয়ে

অন্য পুতুলের সাথে

এখন খেলা শেষ করবো

আসবো আবার রাতে।

সন্ধ্যা হলে মা বকবে

যাবো তাড়াতাড়ি

লেখাপড়ায় বসতে হবে

এখনি যাবো বাড়ি।

যাচ্ছি চলে তোদের বলে

তোরাও চলে যা

আসবি রাতে খেলা খেলতে

ডাকতে এলো মা।

পূর্ববর্তী নিবন্ধওয়াসার কাজের সঠিক পরিকল্পনা প্রণয়ন করা হোক
পরবর্তী নিবন্ধনৈতিকতার প্রথম প্রতিষ্ঠান হোক পরিবার