চার চিকিৎসকের বিচার শুরু

আজাদী প্রতিবেদন

রাইফার মৃত্যু | মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৪:৪১ পূর্বাহ্ণ

নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর মামলায় হাসপাতালটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ চার চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চার্জগঠনের মাধ্যমে চট্টগ্রামের ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার এ আদেশ দেন। চার চিকিৎসক হলেন শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশিষ সেন, ডা. শুভ্র দেব ও ম্যাক্স হাসাপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী।

আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দিন ভূইয়া আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১২ নভেম্বর থেকে রাইফা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গত ২৫ মার্চ দায়িত্বে অবহেলা ও বেসরকারি হাসপাতালটির ব্যবস্থাপনায় ত্রুটির কারণে রাইফার মৃত্যু হয়েছে উল্লেখ করে ম্যাক্স হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ চার চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মুহাম্মদ ওমর ফারুক। ২০১৮ সালের ২৯ জুন নগরীর মেহেদীবাগ এলাকার ম্যাঙ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাইফা। এ ঘটনায় রাইফার বাবা ও চট্টগ্রামের সাংবাদিক নেতা রুবেল খান বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে গুলিবিদ্ধ, দেড় মাস পর কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধএকটি নতুন জাতির স্বপ্ন দেখছেন ড. ইউনূস