দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩–২৪ অর্থ বছরের সেলাই কাটিং ১ম ও ২য় ব্যাচের উদ্বোধন লালদিঘি পারস্থ জেলা পরিষদ সুপার মার্কেটের প্রশিক্ষণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। জেলা পরিষদ প্রশাসক বলেন, আত্মমর্যাদাশীল জাতি গঠনে নারীদের অগ্রণী ভূমিকা আছে। দেশ ও সমাজে নারীদের আত্মমর্যাদা ধরে রাখতে প্রশিক্ষণের বিকল্প নেই। সমাজের সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষিত করার মাধ্যমে স্বাবলম্বী করতে জেলা পরিষদ নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের সমাজে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে নিজ পরিবারকে সহায়তা করার মতো সক্ষমতা আনতে এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, সেলাই প্রশিক্ষণটি করলে নারীরা উপকৃত হবেন। নিজেরাই নিজেদের কাজসহ পরিবার ও প্রতিবেশীদের কাজ করতে পারবেন। তাছাড়া অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও থাকবে।জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও অতিথিরা ছাড়াও সংশ্লিষ্ট প্রশিক্ষক এবং কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।