চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা গতকাল রবিবার নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে পরিষদের সভাপতি সন্তোষ রন্জন দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল দেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, সাবেক সভাপতি জীতেন কান্তি গুহ, সহ–সভাপতি মাস্টার শ্যামল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক ভবশংকর ধর, আশীষ মিত্র, রুবেল শীল, সাংগঠনিক সম্পাদক হারাধন দাশ, রুবেল দত্ত, সাংস্কৃতিক সম্পাদক শ্যামাপ্রসাদ দাশ, চন্দনাইশ উপজেলা পূজা পরিষদের সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে, পটিয়া উপজেলার সভাপতি মাধাই চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক রাজীব সেন, সাতকানিয়া উপজেলার আহবায়ক গৌতম শংকর ধর, সদস্য সচিব রাজীব নন্দী, বোয়ালখালী উপজেলার সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী (সুপেল), লোহাগাড়া উপজেলার সভাপতি রাজু ধর রাজ, সাধারণ সম্পাদক সুজন নাথ। আরো উপস্থিত ছিলেন প্রদীপ দে, সুশীল দেবনাথ, জুয়েল দাশ, যাদব সদ্দার, বাবুল শীল, সন্জয় দাশ প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দিক–নির্দেশনা দেওয়া হয় এবং আগামী ২ অক্টোবর দেবীপক্ষের শুভ মহালয়া অনুষ্ঠান বোয়ালখালী মেধস আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।