কানপুরে তৃতীয় দিনেও মাঠে গড়ায়নি খেলা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কানপুরে বৃষ্টির সাথে পেরে উঠছেনা ক্রিকেট। গ্রিনপার্ক নামে পরিচিতি কানপুরের স্টেডিয়ামটি এখন সমালোচনার বস্তুতে পরিণত হয়েছে। এরই মধ্যে টেস্টের তিনদিন পার হয়ে গেছে। খেলা হতে পেরেছে মাত্র ৩৫ ওভার। আর সেটাও সেই প্রথম দিনেই। গতকাল ছিল টেস্টের তৃতীয় দিনের খেলা। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তৃতীয় দিনের খেলাও। ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি এদিনও। গতকাল বৃষ্টি খানিকটা কমেছিল। আর তাতেই প্রথম সেশনের খেলা বাতিলের পর আশা করা হচ্ছিলো, দ্বিতীয় সেশনে অন্তত খেলা হবে। আর সে লক্ষ্যে মাঠ প্রস্তুতির চেষ্টা করছিল কানপুরের গ্রিনপার্কের মাঠ কর্মীরা। কিন্তু এই সেশনের শেষ দিকেও মাঠ খেলার উপযোগী হয়ে না ওঠায় দিনের খেলা আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের আম্পায়াররা। কানপুরে আগের দিন সহ রাতভর বৃষ্টি হয়েছিল। তবে সকাল থেকে বৃষ্টি ছিল না। তারপরও কেন ম্যাচ শুরু করা গেলো না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাচ শুরু করতে ব্য্যর্থতার দুটি কারণ জানিয়েছেন আলাদাভাবে। একবার বলছেন আলোর স্বল্পতা। আবার বলছেন ভেজা আউটফিল্ড। তবে কানপুরের গ্রীনপার্কের ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে পানি নিষ্কাশনের ব্যবস্থা অত্যন্ত খারাপ। তাই স্বল্প বৃষ্টি হলেই মাঠে খেলা আয়োজন করাটা কঠিন হয়ে পড়ে। স্টেডিয়ামের বাইরে এবং আউটফিল্ডের বাইরে পানি জমে থাকতে দেখা যায়। দ্বিতীয় দিনের মত তৃতীয় দিনেও দুই দলের খেলোয়াড়েরা হোটেলেই বন্দী ছিলেন। একবারের জন্যও মাঠে আসেননি। কারণ বৃষ্টির ধরন দেখে নিশ্চিত হওয়া গিয়েছিল যে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে গত শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ওইদিনও কোনো বলও মাঠে গড়াতে পারেনি। আর প্রথম দিনে দুইবার বৃষ্টির বাধার মুখে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। চেন্নাইতে প্রথশ টেস্টে হারের ফলে সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। তাই কানপুর টেস্ট খুব বেশি গুরুত্বপূর্ন ছিল বাংলাদেশের জন্য। কিন্তু বৃষ্টির কারনে এই টেস্ট এগুচ্ছে ড্রয়ের দিকে। ম্যাচের আর মাত্র দুদিন বাকি। এখন এই দুদিনে খেলা মাঠে গড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়। এই ম্যাচ যদি বৃষ্টির কারনে ড্র হয়ে যায় তাহলে বাংলাদেশ সিরিজ হেরে যাবে। শুধু তাই নয়, ভারতের বিপক্ষে টেস্ট জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে। এর আগে দুটি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। সেগুলোও বৃষ্টির কল্যানে। এই ম্যাচটিও যদি ড্র হয়ে যায় তাহলে বৃষ্টির কারনে আরেকটি ম্যাচ ড্র করবে বাংলাদেশ দল। প্রথম দিনের খেলায় ৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। প্রথম দিনের খেলা শেষে উইকেটে ছিলেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেল বাংলাদেশ নারী দল
পরবর্তী নিবন্ধভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের