প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেল বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

অন্তত একটি জয়ের আশায় টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপের মুল আসরের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেছে টাইগার নারীরা। দলের ব্যাটার এবং বোলারদের ব্যর্থতায় প্রস্তুতি সারার কাজটা তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। বড় পরাজয়েই মাঠ ছাড়তে হয় তাদের। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশকে ৩৩ রানে হারায় শ্রীলঙ্কা। শনিবার রাতের ম্যাচটিতে লঙ্কানদের ১৪৩ রানের জবাবে ১১০ রানে থামে বাংলাদেশ। টস জিতে বোলিং করতে নেমে শুরুটা এলোমেলো করে বাংলাদেশ। প্রথম ওভারে জাহানারা আলমের শেষ তিন বলে বাউন্ডারি মারেন ভিশমি গুনারাত্নে। পরের ওভারে ২২ রান দেন দিশা। তৃতীয় ওভারে আক্রমণে এসে লাগাম ধরেন সুলতানা। গুনারাত্নেকে বোল্ড করেন তিনি। পরের ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে কট বিহাইন্ড করেন জাহানারা আলম। প্রথম দুই ওভারে ৩৬ রান করে ফেলা শ্রীলঙ্কা পাওয়ার প্লের বাকি ৪ ওভারে নিতে পারে মাত্র ১৩ রান। অষ্টম ওভারে আক্রমণে এসে দারুণ ডেলিভারিতে হার্শিথা সামারাউইক্রামাকে বোল্ড করেন রাবেয়া। চতুর্থ উইকেটে ৪৭ বলে ৫৮ রানের জুটি গড়ে তোলেন হাসিনি পেরেরা ও নিলাকশিকা সিলভা। ১৬তম ওভারে ২৩ বলে ৩০ রান করা নিলাকশিকাকে ফেরান স্বর্ণা। দুই ওভার পরে ৩৯ বলে ৪৩ রান করা হাসিনিকেও থামান তরুণ লেগ স্পিনার। সব মিলিয়ে ৭ জন বোলার ব্যবহার করেন নিগার। দিশা ছাড়া সবাই উইকেট নিয়েছেন। লংকান নারীরা থামে ১৪৩ রানে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথি রানি বর্মন প্রথম ৪ ওভারে তুলে মাত্র ১৪ রান। রানের তাগিদে হাত খোলে খেলার চেষ্টায় বোল্ড হন ১৮ বলে ৯ রান করা দিলারা। একই ওভারে ফিরেন আরেক ওপেনার সাথি। তিন নম্বরে নামা মুর্শিদা খাতুন বেশিক্ষণ টিকতে পারেননি। জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া তাজ নেহার ১৪ বলে ১৬ রানের ইনিংস খেলে দলীয় পঞ্চাশের আগেই ফিরেন। স্বর্ণাকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন নিগার। তাতে বাধ সাধেন সুগান্দিকা। ১৪তম ওভারের প্রথম বলে স্টাম্পড হন স্বর্ণা। পরের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অভিজ্ঞ রিতু মনি। সহঅধিনায়ক নাহিদা আক্তারও দ্রুত ফিরলে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। হাল ধরেন নিগার ও দিশা। অষ্টম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়ে তোলেন তারা। ১৮তম ওভারে শাসিনি গিমহানির বলে ৪টি চার মারেন দিশা। ওই ওভারে পাওয়া ২০ রানের সৌজন্যে একশ পার করে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে আউট হন দিশা। আজ সোমবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধকানপুরে তৃতীয় দিনেও মাঠে গড়ায়নি খেলা