পারকি সৈকতে ব্যাগ ভর্তি র‌্যাবের নকল ইউনিফর্ম

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আনোয়ারার পারকি সমুদ্র সৈকত থেকে ৭ জোড়া র‌্যাবের ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার পারকি সমুদ্র সৈকতের দক্ষিণ পাশ থেকে একটি ব্যাগের ভেতর থেকে এসব ইউনিফর্ম উদ্ধার করা হলেও বিষয়টি গতকাল রোববার ঘটনাটি জানাজানি হয়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে নানা গুঞ্জন দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে উদ্ধার করা ইউনিফর্মগুলো নকল।

স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে পারকি সৈকতের দক্ষিণে একটি ব্যাগে দেখতে পেয়ে ব্যাগ ঘিরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে র‌্যাবের ইউনিফর্ম। ধারণা করা হচ্ছেগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উপায়ন্ত না দেখে দুষ্কৃতকারীরা এসব ইউনিফর্ম রেখে যেতে পারে।

বিষয়টি নিশ্চিত করে শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাঈদ রানা সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পারকি সৈকত এলাকা থেকে একটি ব্যাগ থেকে ৭ জোড়া র‌্যাবের নকল ইউনিফর্ম উদ্ধার করা হয়। এ সময় ৩ জোড়া জুতাও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা এসব নকল ইউনিফর্ম ফেলে যেতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ২১ সদস্যের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধসিরিকোটির (রহ.) ‘জামেয়া মিশন’ শুরুর স্থান কোহিনূর প্রেসে সাবির শাহ ও কাসেম শাহ