আনোয়ারা পারকি সৈকতে র‌্যাবের নকল পোশাক উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র আনোয়ারার পারকি সমুদ্র সৈকত থেকে ৭ জোড়া নকল র‌্যাবের ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ।

২৫ সেপ্টেম্বর (বুধবার) পারকি সমুদ্র সৈকতের দক্ষিণ পাশ থেকে একটি ব্যাগের ভেতর থেকে এসব ইউনিফর্ম উদ্ধার করা হলেও বিষয়টি আজ রবিবার জানাজানি হয়।

র‌্যাবের এসব ইউনিফর্ম ঘিরে রহস্য দেখা দিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে নানা গুঞ্জনও চলছে। তবে পুলিশ বলছে উদ্ধার করা ইউনিফর্ম গুলো নকল।

স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে পারকি সৈকতের দক্ষিণে একটি ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে র‌্যাবের ইউনিফর্ম।

ধারণা করা হচ্ছে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উপায়ন্তর না দেখে দুষ্কৃতকারীরা এসব ইউনিফর্ম রেখে যেতে পারে।

বিষয়টি নিশ্চিত করে শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাঈদ রানা সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পারকি সৈকত এলাকা থেকে একটি ব্যাগ থেকে ৭ জোড়া র‌্যাবের নকল ইউনিফর্ম উদ্ধার করা হয়। এ সময় ৩ জোড়া জুতাও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা এসব নকল ইউনিফর্ম ফেলে যেতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধশাশুড়িকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস, পাঁচলাইশে গৃহবধূর আত্মহত্যা