হাটহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নবীকে (সা.) নিয়ে কটূক্তি

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নীতেশ রানে কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে হাটহাজারীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদে জুমা পৌরসভার ইমাম শেরে বাংলা (রহ.) দরবার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজিমপাড়া রাস্তার মাথা, বাসস্ট্যান্ড হয়ে পুনরায় দরবারে এসে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত হয় সমাবেশ। মুহাম্মদ নাছির উদ্দীন রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহাজাদা সৈয়দ মুহাম্মদ এনামুল হক আল কাদেরী, মুহাম্মদ হারুন সওদাগর, শাহাজাদা নাজমুল হক আল কাদেরী, মুহাম্মদ আমান উল্লাহ আমান, সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন মেম্বার, মুহাম্মদ সাহেদুল আলম, মাওলানা মুহাম্মদ হাসান রেজা, হাফেজ মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ ওমর ফারুক, সৈয়দ মুহাম্মদ রামিমসহ আরো অনেকে। অপরদিকে ডাক বাংলো চত্ত্বর থেকে সর্বস্থরের ছাত্র সমাজ ও জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত হয় আরেকটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মো. আলী ওবায়দুল্লাহ, রকি, আমানউল্লাহ, সানিম, ইব্রাহিম, মাহির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধআমি তো নৌকা চালাই না, মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব করব : সাখাওয়াত