সৃজনশীল সাহিত্যচর্চার মঞ্চ ‘নীলকলম’ আয়োজিত কবিতা ও গানের আসরে গতকাল হলভর্তি উপস্থিত দর্শক শ্রোতারা মুগ্ধ হয়েছেন। ‘শরৎ সন্ধ্যায় কবিতার শুভ্রতায়’ শীর্ষক এ উৎসবে কেউ কবিতা আবৃত্তি করে, কেউ গান করে এবং কেউ কথামালায় অংশ নিয়ে অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছেন। সৃজনশীল সাহিত্যচর্চার মঞ্চ নীলকলম মূলত নারীলেখকদের হলেও এখানে যুক্ত হয়েছেন নগরীর বিশিষ্ট লেখকরা। মনে হয়েছে যাপিত জীবনে নাগরিক ক্লান্তির মধ্যে এক অনাবিল আনন্দ হাজির হয়েছে উৎসবটি। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ উৎসবের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। শুরুতে দেশের গানে কণ্ঠ দেন নীল কলমের সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য দেন নীলকলম–এর সভাপতি কবি মাহবুবা চৌধুরী। আলোচনায় অংশ নেন কবি খুরশীদ আনোয়ার, অভীক ওসমান, ওমর কায়সার, রিজোয়ান মাহমুদ, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, দীপক বড়ুয়া, রায়হানা হাসিব, শহীদুর রহমান, জসিম উদ্দিন খান, তহুরীন সবুর ডালিয়া প্রমুখ।
বক্তারা বলেন, লেখক শিল্পীরা সবসময় সময়ের দাবি মিটিয়ে এসেছেন। তাদের আদর্শবাদী হতে হয়। সেই আদর্শ হলো সত্য ও সুন্দরের আদর্শ। বাচিকশিল্পী সৌভিক চৌধুরী, তারিফা হায়দার ও প্রতিমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন কবি ফরিদা ফরহাদ, পিংকু দাশ, উত্তম দাশগুপ্ত, সুলতানা নুরজাহান রোজী, মর্জিনা আখতার, শ ম বখতিয়ার, লিপি বড়ুয়া, অমিত বড়ুয়া, কামরুন ঋজু, সিমলা চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, উৎপলকান্তি বড়ুয়া, শিরিন আফরোজ, সুমি দাশ, শিপ্রা দাশ, মিতা পোদ্দার, জাকিয়া তাসমিন লিপি, জাহানারা মুন্নী, সুবর্ণা দাশ মুনমুন, হৈমন্তী তালুকদার, লিপি তালুকদার, নিশাত হাসিনা শিরিন, তহুরা পিংকী, সংযুক্তা চৌধুরী, তটিনী বড়ুয়া, পারভীন আক্তার, মুক্তা রানী দেবী, সুচিত্রা ভট্টাচার্য, আলমগীর হোসেন, শর্মি বড়ুয়া, যারীন সুবাহ্, যেবা সামিহা, নিগার সুলতানা, খালেছা খানম, রেহেনা আকতার, জোনাকি দত্ত, শামীম ফাতেমা মুন্নী, স্মরণিকা চৌধুরী, রীতা ধর, এসএম মোখলেসুর রহমান, সাহাদাত হোসাইন সাহেদ, নান্টু বড়ুয়া, ইলিয়াস হোসেন, লিটন দাশ শিবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।