বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে ফিফা রেফারি ব্যাজ পান জয়া চাকমা। তবে সেই ব্যাজ হারাতে যাচ্ছেন সাবেক এই ফুটবলার। নতুন বছরের জন্য রেফারিদের পরীক্ষায় পাস করতে পারেননি জয়া চাকমা। টানা চার বছর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ব্যাজ ছিলো তার। ২০১৯ সালে জয়া চাকমা প্রথমবার পেয়েছিলেন ফিফা রেফারি ব্যাজ। এরপর থেকে ফিফা আয়োজিত প্রতি বছর রেফারিদের পরীক্ষায় পাস করে ব্যাজ ধরে রাখেন তিনি। এবার আর সেটা পারেননি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বাদ পড়েছেন এই রেফারি। কাগজ–কলমে অবশ্য এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিফা ব্যাজধারী রেফারি থাকবেন জয়া। এই সময়ে তিনি আন্তর্জাতিক ম্যাচও পেতে পারেন। এদিকে ২০২৫ সালেও এএফসির এলিট প্যানেলে সহকারী রেফারি হিসেবে থাকছেন সালমা আক্তার। মালয়েশিয়ায় গত মাসে এএফসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। যে কারণে দেশে আর আলাদভাবে পরীক্ষা দেওয়া লাগেনি।











