আল কুরআন হচ্ছে ইসলামী জীবনবিধানের মূল উৎস

চুনতীর সীরত মাহফিলের ১৪তম দিবসে বক্তারা

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চুনতীর ১৯ দিনব্যাপী ষীরত মাহফিলের ১৪তম দিবসের অনুষ্ঠান শাহ্‌ মনজিলস্থ সীরত ময়দানে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা শওকত উল্লাহ ফারুকী।

অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন আলহাজ মাওলানা শফিউল আলম, উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ,্ব মাওলানা যায়েদ হাসান শরিয়তপুরি। বক্তারা বলেন ইসলামী জীবনবিধানের মূল উৎস হচ্ছে আল কুরআন। আর রাসূলের (সা.) জীবন হচ্ছে কুরআনি আদর্শের বাস্তব রূপায়ন। মহান আল্লাহ তাই ঘোষণা করেন, ‘রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ।’ যে আদর্শ হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে জীবন গড়ার অতুলনীয় উৎস হিসেবে কাজ করে চলেছে। মানুষ কীভাবে আদর্শ জীবনযাপন করতে পারে, সুন্দর সমাজ ও দেশ গড়তে পারে। উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুল ইসলাম, আবুল কালাম আযাদ, শাহজাদা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক, মোহাম্মদ জমিল উদ্দিন, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, মোহাম্মদ যাহেদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ দিনের ব্যবধানে কমল সোনার দাম
পরবর্তী নিবন্ধআমেরিকায় সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের যুবক নিহত