ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী বলেছেন– অবিলম্বে প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির ঘটনায় জড়িত ব্যক্তিকে বিচারের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করার লক্ষ্যে ভারত সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগরের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৫টায় ভারতে নবীর (দ.) শানে কটূক্তির প্রতিবাদে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি মোহাম্মদ আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ রফিক কোম্পানি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাস্টার নুরুল আজিম, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাস্টার নুরুল আজিম, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, স ম শওকত আজিজ, ডাঃ হাসমত আলী তাহেরী, কাজী এরশাদ উল্লাহ রজায়ী, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, হাফেজ মাওলানা জহুর, মাওলানা মোজাম্মেল হোসাইন, মাওলানা মহিউদ্দিন তাহেরী, এডভোকেট ফেরদৌস আলম সেলিম, মাওলানা আব্দুল মালেক আশরাফী, ইলিয়াছ খান ইমু, খ ম মোজাম্মেল, কাজী জাকের হোসাইন আনসারী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, এস এম আবু ছাদেক ছিটু, ইন্িজনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ।