নির্বাচিত সরকারই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে : তারেক

| রবিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল জনগণের নিরাপত্তা, গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। এই সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। গতকাল শনিবার ঝিনাইদহ পায়রা চত্বরে বিএনপির গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

শেখ হাসিনার সরকারের পতন হলেও সে সময়ের লোকজনই প্রশাসনে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আর ছাত্রজনতা আগস্টে সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করেছে। স্বৈরাচারের পতন হলেও তাদের রেখে যাওয়া উচ্ছিষ্ট প্রশাসনে রয়ে গেছে। তারা ষড়যন্ত্র করছে। তাদের চলমান ষড়যন্ত্রের কাছে মাঝে মাঝে সরকার অসহায় বোধ করছে, তাদের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ছে। এই ছোট ছোট ষড়যন্ত্র এক সময় বড় হয়ে দেখা দিতে পারে। সেজন্য সরকারকে সজাগ হতে হবে। তিনি বলেন, স্বৈরাচার পতনের এ মহাক্ষণে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্রজনতা, কৃষকশ্রমিকসহ সর্বস্তরের মানুষের অবদানকে যদি মর্যাদা দিতে ব্যর্থ হই; স্বৈরাচারী শেখ হাসিনার গুমখুন, হামলামামলা, নির্যাতনের প্রতিবাদে জনগণের অবদানের স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আগস্ট শহীদদের স্বপ্ন আমাদের সফল করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ১৫৮১