সন্দ্বীপে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসী আটক

সন্দ্বীপ প্রতিনিধি | শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯ নম্বর ওয়ার্ডে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ।

এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার সহযোগী মো. সোহাগকে মাদক ও দুটি পাইরোটেকনিকসহ আটক করা হয়।

পরবর্তীতে আটকৃত সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. মিল্লাদ এবং মামুন নামের দুই সন্ত্রাসীকে একটি রিভলবারসহ আটক করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।

এছাড়া ছেনি বাবলুর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক তিন সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনা : বন্ধুর মৃত্যুর একদিন পর আরেক বন্ধুর বিদায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্র আন্দোলনে আহত-নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান