বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে ইন্ডিয়ায় উস্কানিমূলক কটূক্তির প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলা শাখা।
গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। বিক্ষোভ সমাবেশে প্রেরিত বাণীতে আল্লামা ইমাম হায়াত বলেন, সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তিদাতা প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্বেষী কটূক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সামপ্রদায়িক সংঘাত তৈরীর জঘন্য ষড়যন্ত্র।
আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার–নিরাপত্তা–স্বাধীনতার দাতা প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্বেষী অবমাননাকারী সকল মানবিক মানুষের শত্রু। তিনি বলেন, সত্য ও মানবতার প্রাণ প্রাণাধিক রাসুলের শত্রু–দয়াময় স্রষ্টা ও সকল সৃষ্টির শত্রু। প্রেস বিজ্ঞপ্তি।